যেথায় গেলে হারায় সবাই ফেরার ঠিকানা গো,
আজ ডাক এসেছে আমার সে দেশ থেকে |
বিদায় নেব একটিবার শুধু তোমায় দেখে ||
অনেক ভেবে বুঝেছি হায় থাকলে আমি কাছে,
দেখব শুধু কন্ঠ তোমার নীরব হয়ে আছে |
আমায় সরিয়ে দিয়ে নিয়তি তাই তোমার গানের ডালা
যাবে মুখর করে রেখে ||
মনে আমার ভয় ছিল গো ভেবে যে সেই কথা-----
তুমি সইতে কি আর পারবে আমার চলে যাওয়ার ব্যথা ?
আজ হার মেনেছি নিজেই আমি বিদায় নেবার দুখে,
বুঝি নি তা বাজবে এমন আমার ভাঙা বুকে |
তবু এ প্রেম আমার যেমন করে তোমায় পেতে চায়------
তাই শুনিয়ে গেলাম ডেকে ||