জটিলেশ্বর মুখোপাধ্যায়

জটিলেশ্বর মুখোপাধ্যায়
জন্ম ১৩ ডিসেম্বর ১৯৩৪
জন্মস্থান হুগলী, পশ্চিমবঙ্গ, ভারত
মৃত্যু ২১ ডিসেম্বর ২০১৭
সমাধি কোলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত

Lyrics RSS

এখানে জটিলেশ্বর মুখোপাধ্যায়-এর ৩৮টি গানের কবিতা পাবেন।

   
শিরোনাম মন্তব্য
অথই সমুদ্দুর পেরিয়ে এলাম
অথৈ সমুদ্দুর পেরিয়ে এলাম
অনেক শহর গ্রাম ছাড়িয়ে
অন্তরে শক্তিকে কমে যেতে দিও না
আনমনে কত কিছু লিখে
আমার অঙ্গে জ্বলে রঙমশাল
আমার মন-দোতারার একটি তার
আমার স্বপন কিনতে পারে
আমার স্বপন কিনতে পারে এমন আমির কই
আমি পথে যেতে যেতে শুনি হঠাৎ
আমি ফুলকে যেদিন ধরে বেঁধে আমার সাজি ভরেছি ১২
আলো রচনায় তুমি সূর্যকে হার মানালে
আহা বৃষ্টি তো নয় যেন আশিস্ ধারা
এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার
ও বাউল গেরুয়াতো পরেছ, একতারাটি ধরেছ
ও মাঝিরে ও মাঝি
কখনো কখনো মাটির প্রদীপ
কত ভাল হ’ত --- পৃথিবীর যেখানে যত খাঁচার পাখি
কলস কাঁখে নিয়ে দীঘির ঘাটে এলেই
কাঁদে গো শচীমাতা নিমাই নিমাই
কি কখন বলে বাঁশি
কেউ বলে ফাল্গুন কেউ বলে পলাশের মাস
কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস
কোনো ভোরের পাখি কখনো কি বলবে
কোনো হাতে মানায় কাঁকন কোথাও বাজুবন্ধ
চঞ্চল তোর ওই পাখাতে
ছড়িয়ে রয়েছ কেন
তোমার সংগে দেখা না হলে
ফুলের ঘায়ে মূর্ছা গেছে ফুলের দেশের রাজকুমারী
বধুয়া আমার চোখে জল এনেছে
বরণচোরা প্রজাপতিরে
বর্ণচোরা প্রজাপতি রে
বাঁশিটার একটাই দোষ বলে রাধা রাধা
বারমাসের জ্বালায় আমি হায়রে জ্বালাতন
মনের নাগাল পাবো না জেনেও
মোহনবাঁশি বাজে
যতই বল তোমায় আমি ভুলছি না
যতোই বলো তোমায় আমি ভুলছি না