যতই বল তোমায় আমি ভুলছি না
সঙ্গ ছেড়েই যেতে পার অঙ্গুরী তো খুলছি না ||
. না হয় আমি তোমার মত
. কথা দিয়ে না রাখতে জানি না
. সহজেই মোছে এমন ফিকে রঙ
. মাখতে জানি না
( তবু ) ভুলের ফুলে যতই সাজাও
. ভুল দোলনায় দুলছি না ||
মনের মতো কথাগুলো
. তোমার মত বলতে জানি না
মুখে মনে সুজন হয়ে
. প্রেমের পথে চলতে জানি না
( তবু ) যতই ছড়াও ভুলের বীজ
. ভুলেও ফসল তুলছি না ||