বারমাসের জ্বালায় আমি হায়রে জ্বালাতন
. বারটা মাস নয়তো যেন শত্রু বারজন |
বোশেখ ঝড়ে ভাঙবে কি আর ঘরের বালাই নেই,
জোষ্টি বাড়ায় হায় বড়জোর খিদের জ্বালাকেই,
আষাঢ় কেন বারমাসই ঝরছে দুনয়ন ||
. শ্রাবণ মাসে চোখ রাঙানো বাজের কড়াৎকর,
. ভাদর কি আর ছাউনি দেবে সেও যে তার দোসর,
. কোথায় পুজো আশ্বিনে ঢাক বাজায় বিসর্জন ||
কার্ত্তিকে ও কালিকে মা, মুন্ডু কাটিস কার,
অঘ্রানে ঐ নবান্নতে অন্ন উধাও যার,
পৌষে ভাতের চালই তো নেই হায় পিঠে পাব্বন ||
. মাঘের শীতে জ্যান্ত মড়া ছুঁয়েও বোঝা দায়,
. কোকিল শোনায় হরিধ্বনি উতল ফাগুনবায়,
. চৈতে ভোলার ভুত পেরেতের পুজোর আয়োজন ||