ফুলের ঘায়ে মূর্ছা গেছে ফুলের দেশের রাজকুমারী
আন্ ধরে আন্ বেঁধে আন্ ফুলের সাজা হবে ভারি
ফুল এত সাহস কোথা পায়
ভালবাসা বুক ভেঙে দিয়ে যায়
.            ঝ’রে ঝ’রে কান্না ঝরায়
এখনই জবাব দিতে হবে তারই ||


যুগে যুগে নাম যার প্রীতি অন্তর উপহার
কি কারণে গ্রন্থি আজ শৃংখল হলো তার |
.             ফুলে বলে আমার বেদনা
না জেনে মিছে ধরো না বেঁধো না
আমি যার দূত সেই এল না
আমি মিথ্যে মালায় দুলতে পারি ||