বরণচোরা প্রজাপতিরে
. যা উড়ে যা
ফুলে ফুলে লুকোচুরি
. ছেড়ে দূরে যা ||
না হয়রে তোর মত
ফুলের দুটি ডানা নেই
কি যে আছে সে তোর জানা নেই
জানতে যদি চাসরে
. তুই হৃদয়পুরে যা ||
রঙিন স্বপন দেখেই
যাদের অমানিশা যায়
দিনের আলো ভরে নিরাশায়
ছিন্ন সেই স্বপ্ন
. তোর ডানায় মুড়ে যা ||