হাছন রাজা

হাছন রাজা
জন্ম ২১ ডিসেম্বর ১৮৫৪
জন্মস্থান তেঘরিয়া, সিলেট, বাংলাদেশ
মৃত্যু ৬ ডিসেম্বর ১৯২২

Lyrics RSS

এখানে হাছন রাজা-এর ৩১টি গানের কবিতা পাবেন।

   
শিরোনাম মন্তব্য
( ভালা ) আইস আইস গো কোলে রহমালী
আমার হৃদয়েতে শ্রীহরি
আমি করি রে মানা, অপ্রেমিকে গান আমার শুনবে না
আমি ছাড়ব না ঠাকুর চান্দকে মইলে গো প্রাণসই
আমি তোমার কাঙ্গালী গো সুন্দরী রাধা
আমি তোর কাঙ্গালিনী এগো মনমোহিনী
আমি না লইলাম আল্লাজির নাম
আমি বান্দার কি লেখলায় নছিবে রে, হায়রে নাথ
আমি মরিয়া পাই যদি, শ্যামের রাঙ্গা চরণ
আমি যাইমুরে যাইমুরে আল্লার সঙ্গে
আল্লা ভব সমুদ্ রে
আল্লা ভব সম্ দূরে, তরাইয়া লও মোরে
একদিন তোর হইবে মরণ রে হাছন রাজা
একদিন তোর হইবো রে মরণ
এগো মইলা, তোমার লাগিয়ে হাছন রাজা বাউলা
ও যৌবন ঘুমেরই স্বপন
ওমা কালী ! কালী গো ! এতনি ভঙ্গিমা জান
কত দিন থাকিবায় লক্ষ্মণছিরি রে হাছন রাজা
কতদিন আর খেলবে হাছন, ভবেরই খেলা
গুড্ডি উড়াইল মোরে, মৌলার হাতে ডুরি
গোবিন্দের লাগিয়া রাধার ঝুরে দুই নয়ন গো এগো বৃন্দে
ঠাকুরকে রাখ হিয়ার মাঝে গো দিলারাম
দয়াল কানাই! দয়াল কানাই রে!
নিশা লাগিল রে
পিরীত করিয়ে, পিরীত করিয়ে মোর মন উদাসী
পিরীতে মোরে করিয়াছে দেওয়ানা
বাগানে দেখিয়ে বনমালী
বাত্তি জ্বালাইয়া দেখ শ্যাম, রাধার ঘরে করে কাম
রঙ্গিয়া রঙ্গে আমি মজিয়াছি রে
লোকে বলে বলে রে
সোনা বন্ধু আমারে দেওয়ানা বানাইলো