( ভালা ) আইস আইস গো কোলে রহমালী
তোরে লইয়া বাপে পুতে, করি টানাটানি ||
এই কথা ঘরে ঘরে, হইল জানা জানি
আরিপরি সকলে দেখ, করে কানাকানি ||
বিদ্যা বুদ্ধি নাইরে আমার, আমি যে অজ্ঞানী
তুমি ছাড়া বাপে পুতে, কেউরে না জানি ||
তুমি বিনে যত দেখি, সকলই ফানি
এক বিনে হাছন রাজায়, অন্য না মানি ।।