ঠাকুরকে রাখ হিয়ার মাঝে গো দিলারাম |
ঠাকুরকে রাখ হিয়ার মাঝে |
( আরে ) প্রেম ডোরে বেন্ধে রাখ, ছাড়িয়া দিও না গো ||
দিলারাম, ঠাকুরকে রাখ হিয়ার মাঝে |
হাছন রাজা ঠাকুর তোমার, সকলের প্রধান |
তার হাতে সঁপিয়া দেও, কুল আর মান গো |
দিলারাম, ঠাকুরকে রাখ হিয়ার মাঝে ||
এমন ঠাকুর নাই এই ত্রিভুবনে |
যার সঙ্গ লইলে হয়, সমন দমন গো ||
দিলারাম, ঠাকুরকে রাখ হিয়ার মাঝে ||
হাছন রাজা ঠাকুর আমার সকলেরই কর্তা |
তারে ছাড়িয়া অন্যের সঙ্গ লওয়া কেবল বৃথা ||
সোনা জানে বলে, রাখিয়াছি হিয়ার মাঝ |
ছাড়িয়া দিছি তার লাগি, শরম ভরম লাজ গো |
দিলারাম, ঠাকুরকে রাখ হিয়ার মাঝে ||
কান্দিয়া মরে সোনা জানে হাছন রাজার লাগিয়া |
শুইলে তারে স্বপনে দেখি, না দেখি জাগিয়া গো |
দিলারাম, ঠাকুরকে রাখ হিয়ার মাঝে ||