গোবিন্দের লাগিয়া রাধার ঝুরে
দুই নয়ন গো এগো বৃন্দে
শ্রীকৃষ্ণ বলিয়া রাধা হায় হায় করিয়া কান্দে গো ।।


মধুপুরে গেল কানাইরে, কানাইয়ারে হইছে বহুদিন  
এই চিন্তায় রাধে প্যারীর, তনু হইল ক্ষীণ গো ||


(আর) চিন্তায় চিন্তায় রাধে গো রাধে গো হইছে মূর্ছাগত
উদ্দেশ করিতে নারে চলিতে নারে পন্থ গো ||


(আর) প্রেমের প্রেমিক যেই জনা জানবে তার বেদনা
অপ্রেমিক জানবে কিসে চৌখ থাকিতে কানা গো ||


হাছন রাজায় কান্দন করে দেখিয়ে রাধার দুখ
রাধার দুখে হাছন রাজার ফাটিয়া যায় বুক গো ।।