.         রাধা বিনা বৃন্দাবন
          খালি সিন্দুক নাইরে ধন
যদি--   রাধা প্রেম না পাস রে মন
          হবে না কিছুই পাওয়া ।
          শুকনো গাঙ্গে যায় না তো
          পারাপারের নাও বাওয়া ।।


          একলা বসে প্রেম সাধায়
          কেউ কি কভু কেষ্ট পায়
          সে তো কেবল কল্পনায়
          বিনা সুরে গীত গাওয়া ।।


          চারি চন্দ্র ভেদ বিষয়
          সে তো একার কর্ম নয়
          রসিক জানে কোন সময়
          দ্বিদলে মূল চন্দ্রোদয় ।


          এক রাধিকায় ব্রজ বিহার
          ত্রিগঙ্গায় তার তিন জোয়ার
          বলে জামান সেই ত্রিদ্বার
          না চিনে কি হয় যাওয়া ।।