*************গানের কবিতা ও তার ছন্দ বিশ্লেষণঃ সাত***************
গানঃ ষড়ঋতু
কবিঃ জাহাঙ্গীর আলম
প্রকাশিত তারিখঃ ১৬/১০/২০১৭
-----------------------------------------------------------------------------------
গানটির কাঠামোঃ
আস্থায়ীঃ
অপরূপ রূপে হয়েছ জননী
সবুজে সুরভি ছড়িয়ে,
ছয়টি ঋতুকে হৃদয়ে বেঁধেছ
মনের মমতা জড়িয়ে।।
.............
প্রথম অন্তরাঃ
গ্রীষ্মের পরে বর্ষা সাজিয়ে
প্রকৃতির বুকে তুমি,
উষ্ণ সবুজে মেঘের পরশে
সুফলা করেছ ভূমি।
শরতে ঘাসের শরীর ধুয়েছ
ভোরের শিশির গড়িয়ে।।
..................
দ্বিতীয় অন্তরাঃ
হেমন্তে মাঠে স্বর্ণ ফসলে
আলপনা তুমি এঁকে,
সূর্য লুকানো কুয়াশা রেখেছ
শীতের চাদরে ঢেকে।
বসন্তে রাঙা ফুলের সুবাসে
দিয়েছ ভুবন ভরিয়ে।।
*** গানটি কাঠামো মেনে লেখা হয়েছে। প্রকৃতির সৌন্দর্য এখানে মূল প্রতিপাদ্য।
-----------------------------------------------------------------------------------
পর্ব ও মাত্রা বিভাজনঃ
অপরূপ রূপে /হয়েছ জননী = ৬/৬
সবুজে সুরভি /ছড়িয়ে, = ৬/৩
ছয়টি ঋতুকে /হৃদয়ে বেঁধেছ = ৬/৬
মনের মমতা /জড়িয়ে।। = ৬/৩
.............
গ্রীষ্মের পরে /বর্ষা সাজিয়ে = ৬/৬
প্রকৃতির বুকে /তুমি, = ৬/২
উষ্ণ সবুজে /মেঘের পরশে = ৬/৬
সুফলা করেছ/ ভূমি। = ৬/২
শরতে ঘাসের /শরীর ধুয়েছ = ৬/৬
ভোরের শিশির /গড়িয়ে।। = ৬/৩
..................
হেমন্তে মাঠে /স্বর্ণ ফসলে = ৬/৬
আলপনা তুমি /এঁকে, = ৬/২
সূর্য লুকানো /কুয়াশা রেখেছ = ৬/৬
শীতের চাদরে /ঢেকে। = ৬/২
বসন্তে রাঙা /ফুলের সুবাসে = ৬/৬
দিয়েছ ভুবন /ভরিয়ে।। = ৬/৩
*** কবির এই গানের কবিতাটি  মাত্রাবৃত্ত ছন্দে আছে। মাত্রা- ৬/৬/২-৩।
-----------------------------------------------------------------------------------
ছন্দ বিশ্লেষণঃ
ছন্দ রীতি- মাত্রাবৃত্ত
মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল ১ মাত্রা এবং রুদ্ধ দল  ২ মাত্রা।
পর্ব- পূর্ণপর্ব  ৬ মাত্রার, অপূর্ণ পর্ব- ২/৩ মাত্রার। অতি পর্ব- নেই
পঙক্তি- ৮ টি।  প্রতিটি সমমাত্রিক ও সমপার্বিক।
লয়- মধ্যম
বিশেষত্ব- গানের কবিতায় ছন্দ ও কাব্যবোধের নমুনা আছে।
-----------------------------------------------------------------------------------
গানের কবিতার অর্থ-
গানে সমস্ত ঋতুর সৌন্দর্য সুন্দর ভাবে ফুটে উঠেছে। ছয়টি ঋতু অপরূপ সাজে সজ্জিত। সব ঋতু এখানে মিলেমিশে এক হয়ে গেছে এই একটি গানে, কবির হাতে গানটি পেয়েছে এক অনন্য চিত্রায়ন।
----------------------------------------------------------------------------------
গানের কবিতা ও ভাব
খুব ভালো।
-----------------------------------------------------------------------------------
অন্ত্যমিল-
খুব ভালো।
-------------------------------------------------------------------------------
বানান-
ভালো।
------------------------------------------------------------------------------
আবেদন / পরামর্শ-
এই সাইটে নিয়মিত লিখুন। তাহলে অন্যেরা শিখতে পারবে।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন।