অপরূপ রূপে হয়েছ জননী
সবুজে সুরভি ছড়িয়ে,
ছয়টি ঋতুকে হৃদয়ে বেঁধেছ
মনের মমতা জড়িয়ে।।
.............
গ্রীষ্মের পরে বর্ষা সাজিয়ে
প্রকৃতির বুকে তুমি,
উষ্ণ সবুজে মেঘের পরশে
সুফলা করেছ ভূমি।
শরতে ঘাসের শরীর ধুয়েছ
ভোরের শিশির গড়িয়ে।।
..................
হেমন্তে মাঠে স্বর্ণ ফসলে
আলপনা তুমি এঁকে,
সূর্য লুকানো কুয়াশা রেখেছ
শীতের চাদরে ঢেকে।
বসন্তে রাঙা ফুলের সুবাসে
দিয়েছ ভুবন ভরিয়ে।।