আজ কবি সাকিব জামাল এর  " শাপলা ফুল " গানটি নিয়ে আলোচনা করব।
কবি এই গানের কবিতাটিকে ঠিক ভাবে স্বরবৃত্ত ছন্দে উল্লেখ করেছেন। কিন্ত গানের কবিতায় কিছু অসংগতি আছে


গানের কবিতায় কবি যেভাবে ছন্দে ফেলেছেন তা স্বরবৃত্তের নিয়ম মেনে হয়নি।
স্বরবৃত্তে পূর্ণপর্ব ৮ বা ২ মাত্রায় হয় না। সাধারণতঃ ৪ মাত্রায় হয়। তাই নিম্নে সঠিক ভাবে আলোচনা করা হল।
-------------------------------------------------------------
ওগো আমার /শাপলা সোনা = (৪+৪) = ৮
কেন মুচকি /তুমি হাসো  = (৪+৪) = ৮
নীলের নিচে/ বিলের মাঝে   = (৪+৪) = ৮
কেন পসরা /মেলে সাঁজো । = (৪+৪) = ৮


স্বাধীন দেশের/ স্বাধীন জমিন  = (৪+৪) = ৮
পেয়ে মুক্ত /বাতাস আলো  = (৪+৪) = ৮
মনের সুখে/ রঙিন দেহে  = (৪+৪) = ৮
এলোমেলো /তাই নাচো ।  = (৪+৪) = ৮


স্বাধীন চেতার /স্বপন ওগো  = (৪+৪) = ৮
তুমিও বুঝি/ সদা দেখো = (৪+৪) = ৮
জলের বুকে / বীরের মত = (৪+৪) = ৮
মাথা উঁচিয়ে /তুমি বাঁচো ।  = (৪+৪) = ৮


ছন্দ- স্বরবৃত্ত , মাত্রা : ৪, পর্ব : ২, স্তবক :৩ ।
--------------------------------------------------
এবারে অসংগতি গুলি দেখা যাক।


ক) সুষ্ঠ অন্ত্যমিলের অভাব। যেমন-
//ওগো আমার শাপলা সোনা
কেন মুচকি তুমি হাসো
নীলের নিচে বিলের মাঝে
কেন পসরা মেলে সাঁজো । //
এখানে হাসো এর সাথে সাজো এর মিল আসে না। তাই এমন হলে ভালো হত।
//ওগো আমার শাপলা সোনা
কেন মুচকি তুমি হাসো
নীলের নিচে বিলের মাঝে
কেন পসরা মেলে আসো । //
একই সাথে আলো/ নাচো # আর ওগো/ মত এর মিল আসেনা।


খ) কিছু বানান ভুল আছে।
নিচে> নীচে
সাঁজো > সাজো
মত > মতো।


গ) গানের কাঠামো অনুযায়ী এখানে আস্থায়ী, ১ম অন্তরা এবং ২য় অন্তরা আছে।


ঘ) ১ম অন্তরা এবং ২য় অন্তরার সাথে সেতু বন্ধন পঙক্তি নেই। যা আস্থায়ীর সাথে মিল ঘটাবে।


ঙ) {জলের বুকে /তাই বীরের মত}  = (৪+৫) = ৯ মাত্রায় আছে। এখানে 'তাই' বাদ দিলে ভালো হয়।
--------------------------------------------------------


কবি আমার শুভেচ্ছা নেবেন।