ওগো আমার শাপলা সোনা
কেন মুচকি তুমি হাসো
নীলের নিচে বিলের মাঝে
কেন পসরা মেলে সাঁজো ।


স্বাধীন দেশের স্বাধীন জমিন
পেয়ে মুক্ত বাতাস আলো
মনের সুখে রঙিন দেহে
এলোমেলো তাই নাচো ।


ওগো আমার শাপলা সোনা
কেন মুচকি তুমি হাসো
নীলের নিচে বিলের মাঝে
কেন পসরা মেলে সাঁজো ।


স্বাধীন চেতার স্বপন ওগো
তুমিও বুঝি সদা দেখো
জলের বুকে তাই বীরের মত
মাথা উঁচিয়ে তুমি বাঁচো ।


ওগো আমার শাপলা সোনা
কেন মুচকি তুমি হাসো
নীলের নিচে বিলের মাঝে
কেন পসরা মেলে সাঁজো ।


মাত্রা : ৮
পর্ব : ৪
স্তবক :৩
প্রথম স্তবক পুনরাবৃত্তি হবে ।


( বাংলাদেশ বেতারে জমা দেয়া আছে )