শূন্য হাতে আজ এসেছি 
নেই তো কিছুই আর ।
অশ্রু ভেজা এ গান আমার 
দিলাম উপহার ।।
একটি মানিক দীপ হয়ে আজ 
অন্য ঘরে জ্বলে,
স্বপ্ন ভাঙ্গা মন কাঁদে যে 
ব্যর্থ আশার ছলে ।
চোখের জলে কাছে ডাকার 
নেই যেন অধিকার ।।
অন্তবিহীন পথ পেড়িয়ে 
এসে দেখি কাছে,
বন্ধু আমার সব সাধনা 
মিথ্যে হয়ে গেছে ।
জীবন ভরে হেরেই গেলাম 
এ কেমন অবিচার ।।
