আবু হেনা মোস্তফা কামাল

আবু হেনা মোস্তফা কামাল
জন্ম ১৩ মার্চ ১৯৩৬
জন্মস্থান পাবনা, বাংলাদেশ
মৃত্যু ২৩ সেপ্টেম্বর ১৯৮৯
সমাধি আজিমপুর কবরস্থান, ঢাকা

আবু হেনা মোস্তফা কামাল একজন বরেণ্য শিক্ষাবিদ, কবি, গীতিকবি এবং লেখক। তিনি ১৯৩৬ সালের ১৩ মার্চ বাংলাদেশের পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। পাবনা জেলা স্কুল থেকে ১৯৫২ সালে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে ১৯৫৪ সালে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন তিনি কৃতিত্বের সাথে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৮ সালে বাংলায় বিএ (অনার্স) এবং ১৯৫৯ সালে ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন, উভয় পরীক্ষাতেই প্রথম শ্রেণীতে প্রথম হয়ে। পরবর্তীতে ১৯৬৯ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে 'দ্য বেঙ্গলি প্রেস অ্যান্ড লিটারারি রাইটিং (১৮১৮-১৮৩১)' বিষয়ক গবেষণায় তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৫৯ সালে তিনি কর্মজীবন শুরু করেন পাবনা এডওয়ার্ড কলেজের প্রভাষক হিসেবে। পরবর্তী জীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেছেন। ১৯৮৪ সালে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক হিসেবে যোগদান করেন, এবং ১৯৮৬ সালে বাংলা একাডেমীর মহাপরিচালক পদের দায়িত্ব গ্রহণ করেন। বাল্যকালে গানের চর্চা করলেও গীতিকবি হিসেবেই তিনি প্রভূত সম্মান ও খ্যাতি অর্জন করেছেন তাঁর জীবদ্দশায়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থাতেই তিনি রচনা করেছেন অনেক কালজয়ী গান। তাঁর রচিত গীতিকবিতার সংখ্যা দুই হাজারের মতো হলেও জীবদ্দশায় তাঁর কেবল তিনটি কবিতার বই প্রকাশিত হয়েছে; আপন যৌবন বৈরী (১৯৭৪), যেহেতু জন্মান্ধ (১৯৮৪) এবং আক্রান্ত গজল (১৯৮৮)। তাঁর মৃত্যুর পর ১৯৯৫ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমী তাঁর দুই শতাধিক গানের কবিতা নিয়ে 'আমি সাগরের নীল' নামে বই প্রকাশ করে। তাঁর শতাধিক জনপ্রিয় গানের উল্লেখযোগ্য কিছু হচ্ছে: তুমি যে আমার কবিতা, নদীর মাঝি বলে: এসো নবীন, ওই যে আকাশ নীল হলো আজ, তোমার কাজল কেশ ছড়ালো বলে, সেই চম্পা নদীর তীরে ইত্যাদি। বাংলা কবিতা ও সাহিত্যে অনন্য অবদানের জন্য আবু হেনা মোস্তফা কামাল আলাওল পুরস্কার (১৯৭৫), সুহৃদ সাহিত্য স্বর্ণপদক (১৯৮৬), একুশে পদক (১৯৮৭), আব্দুল করিম সাহিত্যবিশারদ স্বর্ণপদক (১৯৮৯), সাদত আলী আকন্দ স্মৃতি পুরস্কার (১৯৯১) ছাড়াও জীবদ্দশায় ও মৃত্যু-পরবর্তীকালে বিভিন্ন সম্মাননায় ভূষিত হন। বাংলাদেশ একাডেমীর মহাপরিচালক থাকা অবস্থায় ১৯৮৯ সালের ২৩ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


শেয়ার করুন: