গাজী মাজহারুল আনোয়ার

Gazi Mazharul Anwar

গাজী মাজহারুল আনোয়ার
জন্ম ২২ ফেব্রুয়ারি ১৯৪৩
জন্মস্থান দাউদকান্দি, কুমিল্লা, বাংলাদেশ
মৃত্যু ৪ সেপ্টেম্বর ২০২২

গাজী মাজহারুল আনোয়ার একজন প্রখ্যাত বাঙালি গীতিকার, চলচ্চিত্র নির্মাতা এবং কাহিনীকার। তাঁর জন্ম ব্রিটিশ ভারতের তৎকালীন কুমিল্লা জেলার দাউদকান্দিতে। ১৯৬৪ সালে তাঁর গীতিকার জীবন শুরু হয় এবং এরপর থেকে তিনি পাঁচ দশকের বেশি সময় ধরে বাংলা গানের জগতে অবদান রেখেছেন। তিনি প্রায় ২১,০০০ গান লিখেছেন, যার মধ্যে অনেক গান বাংলা চলচ্চিত্রের অংশ হয়ে জনপ্রিয়তা অর্জন করেছে। তাঁর বিখ্যাত গানগুলোর মধ্যে রয়েছে "জয় বাংলা, বাংলার জয়," "একতারা তুই দেশের কথা বল," এবং "একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়।" তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অনেক সম্মাননা লাভ করেছেন। গাজী মাজহারুল আনোয়ারের সৃষ্টিকর্ম বাংলার সংগীত ও সংস্কৃতিতে এক অনন্য ভূমিকা পালন করেছে।


Lyrics RSS

এখানে গাজী মাজহারুল আনোয়ার-এর ৯৮টি গানের কবিতা পাবেন।

   
শিরোনাম মন্তব্য
জানি না সে হৃদয়ে কখন এসেছে
আকাশের হাতে আছে একরাশ নীল
গানেরই খাতায় স্বরলিপি লিখে
জয় বাংলা বাংলার জয়
নীল আকাশের নিচে আমি
চোখ যে মনের কথা বলে
এই মন তোমাকে দিলাম
একবার যেতে দে-না আমায়
তুমি সাত সাগরের ওপার হতে আমায় ডেকেছ
আছেন আমার মোক্তার
সবাই তো ভালবাসা চায়
একতারা তুই দেশের কথা
সুরের ভুবনে আমি আজো পথচারী
বলে দাও মাটির পৃথিবী
সবার জীবনে প্রেম আসে
যদি আমাকে জানতে সাধ হয়
আমি তো বন্ধু মাতাল নই
আমার মন বলে তুমি আসবে
আমি নিজের মনে নিজেই যেন
গীতিময় সেইদিন চিরদিন
আমায় যদি প্রশ্ন করে
ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না
একটি ছোট্ট আশা একটি ছোট্ট বাসা
প্রেমের আগুনে জ্বলে গেলাম সজনী গো
পারি না ভুলে যেতে
সালাম পৃথিবী তোমাকে সালাম
আমি তো আজ ভুলে গেছি সবই
দুনিয়াটা মস্ত বড়
আয়রে আয় ঘুম আয়
তোমার ঐ চোখের বাঁশি বিষের বাঁশি
প্রেম যেন মোর গোধুলি বেলার পান্থ পাখির কাকলি
তুমি কখন এসে দাঁড়িয়ে আছো আমার অজান্তে
আমার ছোট্ট ভাইটি মায়ায় ভরা মুখটি
চুল ধইরো না খোঁপা খুলে যাবে
দুটি পাখি একটি ছোট্ট নীড়ে
ফুল যদি ঝরে গিয়ে আজকে রাতে
মন চায় প্রতিদিন তুমি আমি একদিন
এই পথে পথে আমি একা চলি
চোখের আড়াল হইলে পরে
তোর রূপ দেখে চোখ ধাধে
প্রেমের ঐ মেলাতে লুকোচুরির খেলাতে
অভিমানী গো কথাটি শোন
ফুল বিনা কোনদিন মালা হয় না
গীতিময় এইদিন সেইদিন চিরদিন রবে কি
চোখে যদি চোখ পড়ে যায়
আলো তুমি নিভে যাও
সবুজ বনে যায় না চেনা বনের সবুজ টিয়া
আমি কোথায় বলো কোথায়
এই জীবন আমি তো আর চাই না
বাবা
হায় হায় প্রেমে পড়লে
মন বলে খুলে গেছে দ্বার
খবরের কাগজে ছাপা তো হবে না
খাতার পাতায় লিখতে এসে
অনেক সাধের ময়না আমার
আমিসুচরিতা যেও নাকো কিছুক্ষণ থাকো
মাগো তুমি একবার খোকা বলে ডাকো
হাত ধরে নিয়ে চলো
সে যে কেন এলো না
ভুলে গেছি সুর
নীল নীল নীলাঞ্জনা
অন্তর জ্বালাইয়া নয়ন ভাসাইয়া
তুমি আমার মনের মানুষ
চিঠি লিখলাম তোমাকে
ও পাখি তোর যন্ত্রণা
আমি ধন্য হয়েছি ওগো ধন্য
সুখের দিনেও আমি তোমার
বিক্রমপুরে বাপের বাড়ি
সে আমায় চিঠি দিয়েছে
ওরে ও পরদেশী
কোন কাননের ফুল গো তুমি
রাগ করবার আরো যে কতো
গান নয় জীবন কাহিনী
কাছে এসো যদি বলো
জীবনটা হয় যদি এমনি সুন্দর
প্রথম যেদিন আমি
সে আমার ভালোবাসার আয়না
কতটা বছর এই সুখ রবে গো
সাতটি রঙের মাঝে আমি
এই শহরে আমি যে এক
ওরে তোর মা জননী
মিছে হলো সবই
বন্ধু তোর বারাত নিয়া আমি যাবো
যেজন ভালোবাসে সেতো কাছে ডাকবেই
আমি কতোদিন কতোরাত ভেবেছি
তুমি বড় ভাগ্যবতী
আমি এক দুরন্ত যাযাবর
ভাবী যেন লাজুক লতা
এই চোখ বলেছে
আমরা দুই বেচারা
শুধু একবার বলে যাও
জীবনের গল্প
সোনা চান্দি টাকা পয়সা
ফুলে বসন্ত আসে রে বার বার
বন্ধু আমরা তিনজন
আইছে দামান সাহেব হইয়া
ওগো মা তুমি শুধু মা
ব্যথা বড় ভালো লাগে

    This is the profile page of Gazi Mazharul Anwar. You'll find a list of Bangla song lyrics of Gazi Mazharul Anwar on this page.