প্রেমের ঐ মেলাতে লুকোচুরির খেলাতে।
জেনে শোনে পিছু নিলাম।
দেবে দাও পাঠিয়ে জেলেতে।।
হে… য়ে… হে… য়ে….
দূর আকাশে যদি যাও পালিয়ে মেয়ে
দূর আকাশে যদি যাও পালিয়ে তুমি
যেমনে পারি খুজে আনবো তোমায় আমি
দিনের আলোতে দেখা না দাও যদি কভু
স্বপনে সারা রাতি জ্বালাবো তোমায় তবু
জেনে শোনে পিছু নিলাম।
ভেবে দাও পাঠিয়ে জেলেতে।।
হে… য়ে… হে… য়ে….
ও গরবিনী এই কথা শোনে রাখ
যাব আমি সেখানে তুমি যেখানে লুকিয়ে থাক
দেখে নিও তুমি বর সেজে আমি আসবো
বধু করে একদিন তোমায় ঘরে নিয়ে যাব
জেনে শোনে পিছু নিলাম।
ভেবে দাও পাঠিয়ে জেলেতে।।