দুটি পাখি একটি ছোট্ট নীড়ে
কেউ তো কারো পানে চায় না ফিরে।।
একি দুঃসহ ব্যাথা অস্ফুট হয়ে বাজে।
এ দুটি জীবন ঘিরে
কেউ তো কারো পানে চায় না ফিরে


এই একা থাকা প্রানে সয় না
কি জানি বলিতে চায় বলা হয় না।


গুমুরি গুমুরি কাঁদে ভীরু ভালবাসা।
সারাবেলা ভাসে তাই আখীঁ নীড়ে।।


একই সুরে বাধা স্বরণের দিন
মনে পড়ে যায় আজ হারানো সেদিন।


ভুলের নদী কবে পাড় হয়ে যাবে।
দুজনে দাঁড়িয়ে ভাবে দুটি তীরে।।