তোমার নাকে যেই / একটু দোলে নথ
নিজেকে সরাবার / পাই না খুঁজে পথ
কী যে কী হয়ে যায়
সহন ক্ষয়ে যায়
সারাটা বুকে যেন
দহন বয়ে যায় ।।


অন্ধ হয়ে মন / গন্ধে কী ব্যাকুল
নিত্য অভিসারে / তীব্র অনুকূল
তুমি সে বাঁধনেই
বিবশা কাঁদনেই
দিলে যে সমাচার
বহন হলো দায় ।।


বন্ধ দরোজায় / বন্দী দুটি প্রাণ
বাইরে পৃথিবীতে / কার কী পিছুটান
দুজনে একাকার
কী আছে হারাবার
মিশেছে ধারা কোন
গহন মোহনায় ।।