তোমার আঁচল এলোমেলো হলে  
দূর আকাশেও দেখি বিদ্যুৎ চমকায়
তোমার চোখের শাসন তাকেও ধমকায়।
আমি বলি আহা থাক না,
চুরি করে কেউ একটু ঝলক পলকেই দেখে যাক না ।।


গাছের পাতার হাত-তালির আনন্দ
একে অন্যকে উল্লাসে ছুঁয়ে, তোলে কী দারুণ ছন্দ।
তোমার ভ্রূকুটি দেখে ---
আমি বলি আহা থাক না,  
ওদের তো নেই উড়ে  আসবার মতন সাহসী পাখনা !!  


এতো অপূর্ব বাঁক দেখে জানি লজ্জ্বা পাবেই নদী  
লাভ কী, সে বাঁকে কোনো তৃষিতের পিপাসা না মেটে যদি ?  


বরং এবার উন্মোচন তরঙ্গে
মহা উচ্ছাসে লজ্জ্বা ভাসিয়ে নিজেকে মাতাও রঙ্গে ।
কি আর লুকাবে মিছে ---
আমি বলি আহা থাক না,  
নিজের হাতেই খোলো যক্ষের কলস-প্রহরী ঢাকনা ।।  
----- মোহাম্মদ রফিকউজ্জামান // ২০/ ০২/ ২০২১