স্বর-ব্যাঞ্জনে যে লিপি সাজালে
গানের কবিতা হয়ে যায় ----
নদীর মতন যে সুর আমার
বুকের গহীনে বয়ে যায় ----
তাদের মিলনে যে ভালোবাসার গান
সেই তো আমার বাংলা ভাষার গান ।।


ফসলের ঘ্রাণে যে মাটির দেহ
বুকে মেখে নেয় মাতৃক স্নেহ
সেই মাটি সেই মায়ের পরশে
হাজার ব্যথাও সয়ে যায় ----
তাদের আদরে যে ভালোবাসার গান
সেই তো আমার বাংলা ভাষার গান ।।


মানুষের মুখে যে সহজ রীতি
গেয়ে উঠেছিলো চর্যার গীতি
সেই রীতি সেই গীতির ধারাটি
প্রাণের কথা-ই কয়ে যায় ----
তাদের চলনে যে ভালোবাসার গান
সেই তো আমার বাংলা ভাষার গান।।



২০/ ০১/ ২০১৯