প্রেম যদি হয় অন্য মরণ
দেখতে চাই সে কেমন বরণ
হৃদয় দিয়েই বাঁধবো তাকে
হয় যদি হোক হৃদয়-হরণ ।।


কী আর এমন ক্ষতি হবে --
আমাকে সে নিতে এসে
আমার মাঝেই বাঁধা রবে।
বশ করে সে নেবে কী আর
দেখবে আমার বশীকরণ ।।


মরতে তখন লাগবে ভালো
মরণ হয়ে উঠবে জ্বলে প্রাণের আলো
লাগবে ভালো ।


কবেই যে তার পথে চেয়ে --
বিছিয়ে রেখেছি দিঠি
আসুক সে এই চিঠি পেয়ে।
পথ চিনে সে এলে পরেই
জানবো মরণ কতো ধরণ ।।


০৬/ ০১/ ২০১৯