ও মন
কর্ম কর্ম করে মরিস
জ্ঞানকান্ডে যাস ভুল মোকামে
অন্ধের হস্তী দেখার মতো
ডেকে মরিস এক এক নামে ।।


ও রে
সৃষ্টি শেষে দৃষ্টি খোলে
দেখিস গ্রহ সূর্য তারা
সৃষ্টিপূর্বে কী রূপ ছিলো
কোথায় পাবি তার ইশারা ?
ও তোর
দেখার মাঝে অদেখাতেই
রয় সে গহন আত্মধামে ।।


জ্ঞানে কর্ম - কর্মতে জ্ঞান
বহির্ভাগেই খোঁজে প্রমাণ
তাতেই তৈরী শাস্ত্রবিধি
কে সমান আর কে অসমান ।


ও রে
আত্মধামে ডুব না দিলে
কোথায় পাবি দিব্যআঁখি ?
দৃশ্যমন্ত জ্ঞানের পারে
গোপন থাকে কোন সে পাখি !
ও তাই
জামান বলে, ধ্যানে যা পাই
নাই তা বহির্সরঞ্জামে ।।


১৬ / ০২ / ১৮