না হলে কী হতো, দেখা আর
বরষ বরষ ধরে
যে আঁসু থেমেছে ঝরে
কেন তা ঝরাতে তুমি এসেছো আবার ।।


বাসরে বাজেনি গান আসরে বেজেছে
মরমে সাজেনি সুর রূপে যা সেজেছে
কী করে পরাবো আমি তোমাকে সে হার !!


বিরহেও ছিলো সুখ মিলনে যাতনা
সাজানো কাজলে নেই প্রেমেরই সাধনা
ফেরানো যাবে না কোনো স্মৃতি সমাহার ।।