মরণের কাছে মিনতি আমার,
শতবার মারো মরণে
প্রতিবার যেন সে মরণ থাকে স্মরণে ।।


আমার চোখের তৃষ্ণাকে মারো
অন্তরে মারো শত আস্থির বাসনা
মরণে মরণে খাঁটি করে নিতে
কেন বারে বারে তুমি ফিরে ফিরে আসো না !
যে তুমি আমার চির প্রিয়তম
আসো সে রূপের বরণে ।।


ক্ষণআঁধারের বুক চিরে জ্বালো
যে প্রেমের আলো আমার ভিতরে বাইরে
সেই প্রেম আর নাইরে কোথাও নাইরে ।


সমর্পণের মুক্তিকে নিও
ভঙ্গিটা ফেলে নিও মর্মের প্রেরণা
মরণে হারিয়ে খুঁজে পেতে দিও
তোমারই সে বাণী, জীবনে কখনো হেরো না।
হে প্রিয় মরণ তোমাকে পেলে কি
মরি আর কোনো চরণে !!



(১০/০৫/২০১৮)