কে কে তোরা ফকির হবি আয় চলে আয়
ঘাটে বাঁধা পারের খেয়া
কখন জানি যায় ভেসে যায় ।।


উজান স্রোতের মূল সাধনে
খেয়া কি আর রয় বাঁধনে
ফকির বসলে পাটাতনে
তাঁর নাগাল কি সামান্যে পায় ।।


দেখলি শুনলি চিনলি না রে
শাস্ত্র ঘেটে ভিন কিনারে,
অমূল্যধন বিনামূল্যে
থাকতে সময় কিনলি না রে ।


সহজ বলেই ভুল বুঝে কি
কাটালি কাল পথ খুঁজে কি?
জামান কয়রে, অবুঝে কি
বইতে পারবে অনন্ত দায় ।।


২৩/ ১১/ ২০১৮