জলের ধর্ম জলে মেশা
ভাটির দিকে ছোটার নেশা
ও তাই ) সামাল হয়ে জলে নামতে হয়
জল খেলাতে ফল পাওয়া তো হাওয়ার ঘরে রয় ।।


চাপে রেখে ভাটির খাঁড়ি
দিতে হয় উজানে পাড়ি
পালে ভরে দমের হাওয়া
স্রোত পেরিয়ে উজান বাওয়া, সহজ খেলা নয় ।।


হাওয়াতে দম দমে আদম
না মেশালেই ভুলের মাতম- চোখ রাঙাবে শনি,
মেশাতে যে পারে সেই তো দমের শিরোমণি ।


দাঁড়ী জানে দাঁড়ের গতি
কতো জল পেরিয়ে যতি
সুমতিতে যখন যাওয়া
মূল ঠিকানা যাবেই পাওয়া, জামান ডেকে কয় ।।


০৭ / ০৪ / ২০১৮