ঝড় জানে না দুঃখ বা সুখ, ভাঙাই যে তার স্বভাব
এই স্বভাবের মানুষেরও নেই জগতে অভাব ।।


যে গড়ে সে প্রাণের টানেই জানে
ভেঙে ফেলার দুঃখটা কোনখানে
ঝড়ের কাছে প্রশ্ন করে পায় না তো কেউ জবাব ।।


যে গড়ে তার জন্যে ভালো
মাঝে মাঝে এমন ঝড়ে পড়া
ঝড়কে তুচ্ছ করে আবার নতুন করে গড়া ।


যে ভাঙে সে নিজেই বিনাশ হয়ে
বয়ে চলার সংঘাতে যায় ক্ষয়ে
গড়ার কাজে মগ্ন যে সে সৃষ্টি-সুখের নবাব ।।



[১৬ / ১০ / ২০১৭]