একুশ কেবল একটি তারিখ নয়
একুশ শুনলে ভেঙে যায় যতো ভয়
একুশ শুনলে ছাব্বিশ শুনি
শুনি বুক ভরে বাংলা দেশের জয় ।।


একাত্তরের হায়েনা হানার দিনে
একুশ বলেছে স্বাধীনতা নিতে চিনে
একুশ তখন প্রতি অন্তরে সাহসের সঞ্চয় ।।


একুশ আমার যুদ্ধের শুরু
সংগ্রাম থেকে সংগ্রাম শিখে শিখে
মুক্তিযুদ্ধে বিজয়ের গান একুশ গিয়েছে লিখে ।


একুশ মানেই নিজেকে খোঁজার পালা
ফাগুন দিনের পলাশে ছড়ানো জ্বালা
একুশ মানেই জাতিসত্তাকে জাগাবার প্রত্যয় ।।


ফেব্রুয়ারি ২০১৮