দেখ চেয়ে তার শূন্য আকার
পুণ্য যদি করে থাকিস,  
অধরারে না ধরে মন
কোন আঁধারে কারে ডাকিস !!
সাধন  যখন বাঁধন হারায়  
আকাশ উজল সূর্য তারায়  
কিসের দিবা কিসের নিশি
শূন্য দিয়েই শূন্য ঢাকিস ।।
দ্বিদল চাঁদের কিরণ বয়ান
করার কালেই খুলবে নয়ান
জামান বলে স্বরূপ দেখে
ভ্রুযুগলের মধ্যে আঁকিস ।।
----- মোহাম্মদ রফিকউজ্জামান //
( শেষ রাত্রি ) ২০/ ০২/ ২০২২