আমাকে একটি দোয়েল বলেছে
এই বন ছেড়ে গেলে গান ভুলে যাবো।
এমন সবুজ আর কোথায় পাবো?
কোথায় পাবো আমাকে?


আমিও এক গানের পাখি
হাজার পাখির সুর শিখে তো
গায় আমার এই প্রাণের পাখি।
সেই দোয়েলটাকে তাইতো বলেছি
আমি সারা জীবন এমন সুরে গান শোনাবো।।


একটি নদী বলেছে
এই তীর ছেড়ে গেলে প্রেম ভুলে যাবো
এমন ছবি আর কোথায় পাবো?
কোথায় পাবো আমাকে?


আমিও এক নদীর মতন,
হাজার প্রাণের প্রেম নিয়ে তো
এই হৃদয়ের সুরের স্বপন।
সেই নদীটাকে তাই তো বলেছি
আমি ভালোবেসে সবার মনে মন ছোঁয়াবো।।