আহা কী ভ্রূকুটি – নাচলো ভ্রূ দুটি
দাঁতে ঠোঁট কেটে বললে যখন,
‘’ কিছুই বোঝে না, ন্যাকা !’’
বলে চলে গেলে – কী আগুন জ্বেলে
বুঝলাম আমি বুকে হাত মেলে  
কোথায় লেগেছে ছ্যাঁকা ।।


বুঝেও যে কথা বুঝিনি কখনো
বুঝিয়ে গেলে কি তাই !
হঠাৎ করেই বুঝলাম যেন
কোনো ভুল আর নাই ।
জানলাম, জেনে ভাসলাম আমি
কী সুখে যে একা-একা !!


বুঝিয়ে যে দিলে, নিজে কি বুঝেছো
কতোটা তৃষিত মন ?
গোলাপ ফোটার জন্যেই লাগে
শিশিরের চুম্বন ।
জানবেই তুমি জানবেই হলে
আবারও দু'জনে দেখা ।।


---- মোহাম্মদ রফিকউজ্জামান //
শুরুঃ- ০৭/ ০১/ ২০২১ - সমাপ্তিঃ- ১৩/ ০১/ ২০২১