উড়ে যেতে চায় যদি মন, যাক্ না
বাধা দিও না , তারে বাধা দিও না
পিছু ডেকে লাভ কি বল
যে আকাশে মেলেছে ডানা ।


আকাশের মেঘ কত সুন্দর
পেঁজা পেঁজা তুলোর মতন,
বাতাসে ভেসে চলে অবিরল
ক'জন আর দেখে তার পতন,
অচেতন অবুজ মন
শোনে নাকো মানা ।


আকাশ যখন কাঁদে বৃষ্টি ঝরে
দুঃখের সাগরে মাটি আঁকড়ে ধরে
পৃথিবী নীরবে বহে বৃষ্টির ভার
উছলে উঠে যখন, তখন বন্যা ।


ঊড়ু ঊড়ু মনকে বলো, যাও...
নীলাকাশের নীলিমার শেষে
সীমানা খুঁজে না পেলে
ফিরে এসো এই অভাগার নীড়ে,
চাতক চেয়ে আছে আকাশে
ফিরে যেতে হবে না ।।