পাথর যদিওবা কাঁদে
যায় না দেখা চোখের জল,
আমার ভালোবাসা বুজি
এমনি ভাবে হবে বিফল ।


হারানো দিন পুরানো ঋণ
দিনে দিনে হয়রে ক্ষীণ,
স্মৃতির পাতায় লেখা সুদিন
কালের গর্ভে হয় বিলীন,
বেঁচে থাকে শুধুই বুজি
ঝাপসা চোখের ছলছল ।


আমার হিয়া আর কোনদিন
গাইবে না গান অচিন,
নাচবে না মন আমার
নাচবে না, তা-ধিন-ধিন,
মরীচিকার মায়ায় চোখে
জল করে রে টলমল ।