চপলা চরনী     গৈরিক বরনী
        যায় পথে লয়ে রুপ-লাবনী ।
       হেরিয়া তারে    বকুল ঝরে
                তার পদমূলে ।
        উতলা সমীরে    অতি সাদরে
                 কুন্তল দোলে ।
    তৃষিত পথ ব‍্যাকুল শুনিতে তার বানী ।


   ঊষালোকে তার রুপের কিরন পড়িছে ঠিকরে
   খুশির লহরী বহে যায় সদা ঐ রাঙা অধরে ।
   তরুছায়াচ্ছন্ন পল্লী পথ বেয়ে
             অধীরে যায় সে পুষ্প-সুবাসে নেয়ে ।
   পথে পথে বাজে তার মধুর মঞ্জীর ধ্বনি
   তাই শুনি পথিকজনে করে কানাকানি ।


রচনাকাল:-28.03.2017(ইং)
গীতিগ্রন্থ:-“সঙ্গীতা”
                  
                  -------------