কুয়াশার আঁচলে‌‌‍‌ লুকায়েছে আনন ভোরর শশী
  শীতল অবনী ’পরে তার ক্ষীণ আভা পড়িছে খসি
  রোমাঞ্চিত অনিলে পুলকিত বৃক্ষরাজি
  থরে থরে রয়েছে ফুলবাহারে সাজি'।
  তারই মাঝে ভোরের অচিন পাখি
গাহে গান তরুশাখে একাতনে বসি'।


সেই রুপপুরী মাঝে পুব গগনতটে চকিতে
মিহির উঠিল হেসে অরুনবীনা লয়ে হাতে ।
তার বীনার সুর যায় ভেসে দিকে দিকে
সপ্তসুরের রামধনু এঁকে এঁকে ।
আনন্দে বিহ্বল সুনীল গগনের চিত্ত
বাজায় শঙ্খ ,বাজায় বাঁশি ।