নীলে ভরা আকাশটা
- আহমাদ সা-জিদ(উদাসকবি)
নীলে ভরা আকাশটা
আজ মেঘ-কালো
লাল খুনে মৃত্তিকা
বারিধারা ঢালো


ধুয়ে মুছে হৌক সাফ সময়ের জঞ্জাল
ঘুরে ফেরে জমিনে মানুষেরই কঙ্কাল


কোথা আজ মানবতা
সূর্যের তেজি আলো!
লাল খুনে মৃত্তিকায়
বারিধারা ঢালো!!


প্রাণ আছে দেহ আছে নেই শুধু মন
ভাবনায় ভোগ-যোগ কাটে সারাক্ষণ


ভুলে গেছে সততায়
মন্দের সাথে ভালো
লাল খুনে মৃত্তিকায়
বারিধারা ঢালো!!


আপনাকে নিয়ে আজ সবে মাতামাতি
ইঁদুরের থাবায় কুপোকাত বনের হাতি
বিব্রত সব পশুদের দল
অন্ধের সাদা-কালো
নীলে ভরা আকাশটা
তাই মেঘ-কালো!!