( স্বপ্ন দেখে মন, স্বপ্নে সারাক্ষণ/ স্বপ্ন সর্বময়
চোখে মুখে স্বপ্ন ভাসে/ জীবন স্বপ্নময়!)


আমি আছি স্বপ্নের ঘোরে, স্বপ্ন আকাশ সীমায়।
স্বপ্ন আছে মন-মগজে, স্বপ্ন   চোখের তারায়!!
লাল স্বপ্ন, নীল স্বপ্ন,       স্বপ্ন জমকালো
দু:স্বপ্নে রাত কাটে, লাগে না আর ভালো
        পায়ের পাতায় ফোস্কা পড়ে
        রাতের স্বপ্ন এমনই ঝরে
সূর্য_আলোয় স্বপ্ন শিশির, যায় মিলিয়ে যায়!
স্বপ্ন আছে মন-মগজে, স্বপ্ন চোখের তারায়!!


দিন দেখে রাতের স্বপ্ন, রাতের স্বপ্ন দিবায়
তারার স্বপ্ন আকাশ ছোঁয়া, চাঁদের পূর্ণিমায়
       রাজার স্বপ্ন রাজ্য জয়ে
       প্রজা আছে তারই ভয়ে
স্বপ্ন দেখে পশু-পাখি আর স্বপ্ন তৃণলতায়!
স্বপ্ন আছে মন-মগজে, স্বপ্ন চোখের তারায়!!


রোদের তাপে কপাল পোড়ে, জীবন কায়ায়
আপন ছায়া যায় মিলিয়ে মেঘের ছায়ায়
        নেতার স্বপ্ন ভোগ বিলাসে
        জনগণ- এর সর্বনাশে
স্বপ্ন আছে রাজপ্রাসাদে, স্বপ্ন গাছের তলায়!
স্বপ্ন আছে মন-মগজে, স্বপ্ন চোখের তারায়!!