ভালোবাসা সব লোকে করে
ওই মন সবে পেতে চায়;
বুকেতে কত স্বপন ধরে
মন যেন কোথায় হারায়!


ভালোবাসা সোজা পথ নয়
এঁকেবেঁকে গিয়েছে কোথাও;
এর মাঝে আছে কত ভয়
ডেকে ডেকে অপরে  শুধাও।
আকাশেতে বাদলেরা আসে
ফুল ফোটে গাছের ছায়ায়;


জোয়ারে যেমন আসে ভাঁটা
প্রণয়েতে তেমনিই দুঃখ;
অবশেষে একা একা হাঁটা
মনে নেই কোনো উপলক্ষ।
এভাবেই সবে ভালোবাসে
জীবনবকুল মিশে যায়।