তুমি প্রজাপতি হয়ে এসো-
আমার ফুলদানিতে বোসো;
তোমার রঙ পাখা ছড়িয়ে-
তুমি আমাকেই ভালোবেসো।


সেই যে এসেছ তুমি আজ
এ গভীর সোহাগ ছড়িয়ে;
তুমি দিয়েছ অজান্তেই
আমার এ মনকে ভরিয়ে।
আমি জানালায় পারে বসি
তুমি তখন না হয় হেসো।


তোমার পাখায় চড়ে আমি
দেখি ওই দূরের আকাশ;
সেই পাখাতে জড়াবো প্রেম
আর ভালোবেসে করি বাস।
আমার মন ভরিয়ে তুমি-
আজ অবাক নয়নে মিশো।
      ------