যতবার দেখেছি তোমায়-
মনে জমে শুধুই আদর;
এই মন তোমাকেই চায়
তুমি কেন এত সুন্দর।


তোমার রূপে দেখেছি আমি
নবীন যৌবনের খেলা;
রূপ-বাহার দেখে তোমার
কেটে যায়  কত মোর বেলা।
মন যে জানি আজ উতলা
হেথা উঠেছে প্রেমের ঝড়।


পাহাড় গায়ে ঝরে ঝরনা
রূপ ঝরে তার দেখে দেখে;
এমন ফুল বাহার দেখে
চাঁদ কি আর দূরেতে থাকে।


ও রূপেতে মুগ্ধ হয়েছি
আঁচল দেখেছি যে স্বপনে;
এক প্রেমের ঘর গড়েছি
সেখানে এসো প্রিয় গোপনে।
কেন যে তোমার অদেখায়
পোড়ে গো আমার অন্তর।
      -------