আজ আমার সুখের ঘরে
হরেক ফুল ফুটিত;
আমার মনে ফুলবাগানে
কত না অলি জুটিত।
তুমি যদি থাকতে!


আমার সুখে ইচ্ছা ঘরে
আসিবেই তুমি একা;
আমার সাথে মধ্যরাতে
গোপনে করিবে দেখা।
দূর থেকে তুমি নাম ধরে
আমাকেই ডাকতে!


সূর্য এসে ডাকে মাটিকে
ফুল ডাকে প্রজাপতি;
সমুদ্র ডাকে সাড়া দেয়
আঁধারেতে আছে জ্যোতি।


আমার এই মনের মাঝে
পেয়েছি তোমার সাড়া;
তোমার সুরের সাথি হয়ে
তোমাতেই আত্মহারা।
যদি থাকত রঙ্গের খাতা
আমাকেই আঁকতে।