আজ শুধু থাকি ইশারায়,
আমাদের এ মন হারায়-
তুমি আমি আজ পাশাপাশি;
হৃদয়ে হৃদয় দিয়ে দেখি
চোখেতে মেলেছি এই চোখ-
শুধু কথা ভালোবাসাবাসি।


লিখেছি প্রেম খাতার মাঝে,
আমার প্রিয় রক্ত দিয়ে;
তোমাকে দেখেছি আজ নিজে
রাঙা হাতখানি কাছে নিয়ে।
কত কথা যেন বলা হয়
চোখেতে চোখেতে হাসাহাসি।


কত গান লিখেছে যে কবি
কত সুর বাতাসেতে ভাসে;
আজ যেন সব গান শুনি
তারা জেগেছে আমার পাশে।


গোধূলির বেলা ডুবে যায়
দেখি দূরে সন্ধ্যার তারা;
আঁখি মুদে দেখে দেখি তারে
পেয়েছি তার প্রণয় সাড়া।
নির্জনে আজ লিখে যাব
প্রণয়ের কথা রাশি রাশি।
      --------