একদিন আমি তুমি এখানেতে মিশেছি
আমি তুমি অবেলায় দুয়ে ভালোবেসেছি, আহারে-
তুমি আজ ভুলে গেছ আমারে।


সেদিন চলেছি পথ নিশিদিন রাগে-
তোমার আঁচল মাঝে বকুল সোহাগে;
কত ছিল আপনার গল্পকথা
শুধু ছিল প্রণয়ের মালা গাঁথা!
আমি চেয়ে দেখি শুধু তাহারে
তুমি আজ......


তোমার প্রভাত ছিল আমাতে জাগানো
তোমার বাসরখানি মোর নামে সাজানো
আমি সেথা গেয়ে গেছি রজনির গান-
সেই তো বুঝেছি আমি আমার অবদান
আজ বুঝি সব ছিল বিরহের মায়ারে-
তুমি আজ......


তুমি আজ দূরে আছ আলো-জোছনায়
আমি তো নেই জানি তব ভাবনায়!
তোমার লগন কাটে খুশিতে
দিন যায় রাত আসে হাসিতে
আমি শুধু চেয়ে দেখি সেদিনের ছায়ারে-
তুমি আজ......