তোমার বাড়ির পথেতে আজ
ফুল ছড়ানো কত;
তোমার ঘরের ফুল দেখেছি
আমার মনের মতো।

সব সাজানো আদর মেঘে
আলোর পরশ দিয়ে
আমি যাব তোমার কাছে
সেই বাসনা নিয়ে।
আমি জানি থাকবে তুমি
সাজে অবিরত।


রাঙাহলুদ, নীল-কাজলে
ভেসেছে আঙিনা-
তোমার মনেও ফুল ফুটেছে
আমিতো জানি না।
সেই ফুলেতে গন্ধ আছে
সুবাস শত শত।


আজকে তুমি ফুল দেখাবে
দুয়ার-আঁচল খুলে;
ফুলের যত পাঁপড়ি আছে
নেবই আমি তুলে।
আজ ভুলাব মনের জ্বালা
জুড়াব সব ক্ষত।
     -----