তোমার আমার একপাড়াতেই বাস;
আমার ঘরে আগুন এলে তোমার দীর্ঘশ্বাস!


আমি তুমি এক পাড়াতেই থাকি-
আমার গাছে ফুল ফুটলে আদর করে ডাকি।
আমরা দুজন এক গাঁয়েতেই বাস;


আমরা দুজন এক পথেতে হাঁটি;
তোমার বাড়ি, আমার বাড়ি ভীষণ পরিপাটি।
আমরা থাকি এক সাথেতে ভীষণ অভিলাশ।


এই পথেতে শ্রাবণ এলে ভাসি দুজন জলে;
মণ্ডপেতে অঞ্জলি দি' একই শতদলে।
এই পথেতে আগমনী শিউলির সুবাস।