তোমার আমার  এ প্রেম কাহিনি
জানি থাকবে না কোনোদিন;
ও তাজমহলের সৌধখানি হয়ে
আমি বেঁচে রব চিরদিন।


দেখেছি তোমার রূপের বাহার
রেখেছি আপনে এই বুকে;
প্রেমের মহল গড়িয়া তুলিব
মোরা বেঁচে থাকি কত সুখে।
কোমল হৃদয়ে আছে ভালোবাসা
বুক ভরা প্রেম অমলিন।


ফুল চিরদিন ভালোবেসেগেছে
আপন গাছের পাতা হতে;
নদী চিরদিন ছুটিয়া চলেছে
সাগরের মন কাছে পেতে।


আমি তো জেনেছি ভালো করে প্রিয়ে
এই পৃথিবীতে নাহি রব;
চিরদিন তব সাথে কথা বলে
তোমারে বুঝিয়া আমি লব।
তবু যদি কাছে পেয়ে যাই বঁধু
গোপনে বলিব একদিন।
     ------