সেদিন ছিল যে শীতের সকাল
কুয়াশার ভোরবেলা;
কে জানিত আজ কী ঘটিবে প্রিয়!
আনমনে সুর তোলা।


সেদিন সকাল আমার আঁধার
আমার জীবনে শোক;
তোমাকে হারিয়ে সুর তুলি বুকে
দেখেছে অন্যলোক।
চলে গেলে তুমি তোমার দেশেতে
শেষ হল কথাগুলা;


হ্যাঁগো প্রিয়তমা আমিই বলছি
তোমার পাগল সোনা;
শুনছ কি তুমি, শুনছ সুফিয়া
আমার আঁখির কোণা।
সারাটি জীবন কেমনে কাটাব
মনেতে অনেক জ্বালা।